স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় সারাদেশে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। পাঁচদিনের এ ক্যাম্পেইন শুরু হয়েছে আজ বুধবার (১৫ জুন)।
৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা জাতীয় ক্যাম্পেইনে নিয়োজিত আছেন।
এছাড়াও জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ কার্যক্রম তদারকি করছেন। ১৯ জুন পর্যন্ত চলবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এ ক্যাম্পেইন।
/এমএন