হুইপ সামশুল হক ও তার পুত্রের ছত্রছায়ায় চলছে ইয়াবা ও কিশোর গ্যাং এর দৌরাত্ব ।

0
13

সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যখন কিশোর গ্যাং আর মাদক নির্মূলে গলদঘর্ম , চট্টগ্রামে তখন হুইপ সামশুল হক ও তার ছেলের ছত্রছায়ায় বিষবৃক্ষ তৈরি হচ্ছে এসবের । বাবা – ছেলের মদদে একের পর এক অপরাধ ঘটছে পটিয়া ও আশপাশের অঞ্চলে ।

স্থানীয়দের দাবি , দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চট্টগ্রাম অঞ্চলে ইয়াবা ও কিশোর গ্যাং এর দৌরাত্ব থামানো যাবে না । মিয়ানমার থেকে আসা ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামের আসার পথে অন্যতম রুট পটিয়া । আর এই রুটে মাদক কারবারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিশোর গ্যাংকে । শুধু ইয়াবা কারবার নয় ,

নানা অপরাধে জড়িয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয় সম্ভাবনাময় কিশোর বয়সীদের । আর এসবের পেছনে কলকাঠি নাড়েন হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র নাজমুল হক চৌধুরী শারুন ।

বাবা – ছেলের ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠেছে পটিয়ার অপরাধ সাম্রাজ্য । এলাকাবাসীর প্রশ্ন এগুলো থেকে মুক্তির উপায় কোথায় ? সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকের বিস্তার নিয়ে উদ্বিগ্ন প্রায় সব মহল ।