প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন

0
6

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে । এর আগে মঙ্গলবার আইন মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় খালেদা জিয়ার আবেদন ।

বিষয়টি নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক । তিনি বলেন , উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে মত দিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে । তবে আবেদনে কী মত দেয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি ।

আনিসুল হক বলেন , আগেরবারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে । ২৪ সেপ্টেম্বর স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ।

মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে । এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ।