উত্তর কোরীয় নেতা কিম জং উনের শরীরে ওজন কমে যাওয়ায় দেশটির সকল নাগরিকের মন খারাপ । দুঃখে চোখের পানিও ফেলছেন অনেকেই । দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেআরটিতে প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এক ব্যক্তি । দেশটির এ শীর্ষনেতার স্বাস্থ্য সম্পর্কে খুব একটা বেশি তথ্য পাওয়া যায়না ।
টেলিভিশনে সাম্প্রতিক সময়ে ৩৭ বছর বয়সী উনের বিভিন্ন ভিডিও দেখে তিনি শরীরের ওজন কমিয়েছেন বলেই মন্তব্য করেছেন বিশ্লেষকরা ।
আর তা নিয়েই শুক্রবার এক সাক্ষাৎকারে ওই ব্যাক্তি বলেন , শীর্ষনেতাকে ক্ষীণকায় দেখে জনগণের মন একেবারেই ভেঙে গেছে ।