নারী সহকর্মীকে চুমু খাওয়ার সমালোচনায় পদত্যাগ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর | UK Health Secretary

0
4

করোনাভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরা ও চুমু খাওয়ার কারণে সমালোচনার চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক । শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেওয়া হ্যানককের পদত্যাগ পত্র ডাউনিং স্ট্রিট প্রকাশ করেছে ।

মহামারীর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের লড়াইয়ে কেন্দ্রীয় স্থানে ছিলেন ৪২ বছর বয়সি হ্যানকক । কিন্তু গেলো মাসে নিজের দপ্তরে সহকর্মীকে চুমু খাওয়া ও আলিঙ্গনের ছবি সান সংবাদপত্রে ফাঁস করে দেওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন হ্যানকক । জিনা কোলাডনগ্যালা নামের ওই নারী হ্যানককের দীর্ঘ দিনের বান্ধবী এবং তার বিভাগে অ – নির্বাহি পরিচালক হিসেবে কাজ করছেন ।

হ্যানককের এমন কান্ড মন্ত্রিসভার আচরণবিধি ভেঙেছেন কিনা , ব্রিটিশ বিরোধীদল লেবার পার্টি এ প্রশ্ন তোলে , এমনকি তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার দাবিও ওঠে ।

এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়ে শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন ।