দালাল ধরতে ঢাকা মেডিকেলে র‍্যাবের অভিযান , আটক ২৪ | Dhaka medical arrest

0
5

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যতম ভোগান্তির নাম দালাল চক্র । আর তাই দালালদের দৌরাত্ব বন্ধে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় র‍্যাবের ভ্রাম্যমান আদালত ।

দুপুরে অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান , রোগী ভাগানোর কাজে যেসব প্রতিষ্ঠান দালাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে ।

অল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নানা শ্রেণি পেশার মানুষ । কিন্তু এখানে চিকিৎসা পেতে শুরুতেই তাদের অনেকেই পড়েন দালালদের খপ্পরে ।

তাদের দেখানো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করিয়ে হারান মোটা অংকের টাকা । আপস … বিভিন্ন বেসরকারি হাসপাতালের হয়ে এসব দালালরা রোগী ভাগিয়ে নেয়া , এমন অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমান আদালত । আটক করা হয় ২৪ জন দালাল ।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে , দালাদের সঙ্গে হাসপাতালের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে । ঢাকা মেডিকেলে সুচিকিৎসা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা ।