ম্যাকরনকে চড় দেয়া সেই ব্যক্তির পরিচয় বের হয়েছে! বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

0
7
Image 2021-06-10 at 7.50.53 PM

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে চড় দেয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ফরাসি সরকার। ২৮ বছর বয়সী ব্যক্তির নাম ডেমিয়েন তারেল।

এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই তার। বুধবার স্থানীয় গণমাধ্যমে জানানো হয় , হিটলারের মাইন্ড ক্যাম্প বইয়ের কপি পাওয়া গেছে ডেমিয়েন এর বাড়িতে। কট্টর ডানপন্থিদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তিনি।

বুধবার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় তার বিরুদ্ধে । জনগুরুত্বপূর্ণ ব্যক্তির উপর হামলার অভিযোগ গঠন করা হবে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৩ বছরের জেল ৫৫ হাজার ডলার জরিমানা গুণতে হবে তাকে।

ডেমিয়েনের সহযোগী সঙ্গী আটক অপর ব্যক্তির নাম মার্থার সি। মঙ্গলবার ফ্রান্সের ড্রোম প্রদেশে গণসংযোগের সময় ডেমিয়েনের হাতে চড় খান প্রেসিডেন্ট ম্যাকরন।