তীব্র গরমে পুড়ছে সারাদেশ , তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে !

0
2

এমন অবস্থায় এখনি বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা কম – বলছে আবহাওয়া অফিস । এ দিকে ২৫ মে মধ্যরাতে ভারতে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কায় রয়েছে উপকূলবর্তী মানুষ । আবহাওয়াবিদরা বলছেন ,

বাংলাদেশে ঘূর্ণিঝড়টি কতটা শক্তি নিয়ে আঘাত হানতে পারে সেটা – জানা যাবে আরও দু একদিন পরে । মার্চ এপ্রিল মে এই তিন মাস দেশে কালবৈশাখীর মৌসুম হলেও এবার সম্পূর্ণ বিপরীত আচরণ করছে প্রকৃতি । আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই , সকাল থেকেই প্রকৃতি থাকে তেতে । এমন অবস্থায় একটু শীতল পরিবেশের খোঁজে নগরবাসী ।

এমন গরমে শিশুদের অবস্থা আরও কাহিল তীব্র গরম সইতে না পেরে দীর্ঘসময় ধরে নেমেছেন পানিতে । এমন প্রচণ্ড গরমে হাঁসপাঁস পথে বেরুনো মানুষের । দুপুরের মাথার উপর যখন সূর আগুন ঝড়াতে থাকে , তখন অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই ।

একই অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলেও , প্রচণ্ড তাপে পুড়ছে খুলনা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল । শুক্রবার ছিটেফোটা বৃষ্টির দেখা পেয়েছে শুধু রাজশাহী , সিরাজগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চল । এমন উত্তপ্ত আবহাওয়া আরও কয়েকদিন চলবে- আশঙ্কা আবহাওয়াবিদদের ।

দেশটির আবহাওয়া অফিস বলছে , আগামি ২৫ মে মধ্যরাতে ভারতের উড়িষ্যায় আঘাত হানতে যাচ্ছে ঘুর্নিঝড় ইয়াশ । যার প্রভাব বাংলাদেশে কতটুকু পড়বে সে বিষয়ে জানা যাবে আরও দু – একদিন পরে ।