চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এর ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে । যার বেশিরভাগ অংশ বায়ুমন্ডলে পুড়ে গেছে বলে দাবি করছে বেইজিং । এর আগে চীন জানিয়েছিলো রকেটটি দ্বারা মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম ।
চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য লং মার্চ 5 বি রকেটটি গেল ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয় । রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় । গ্রাউন্ড স্টেশন ।