ফেনী সদরে এক কিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।
গত রাতে মাইজবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্বজনদের ভাষ্য, মা-বোন ও ভাই পাশের বাড়ি যাওয়ায় বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে একাই ছিল এই কিশোরী। বাড়িতে ফিরে ছাদে তার রক্তাত মরদেহ দেখতে পান স্বজনরা।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির চাচাতো ভাইকে আটক করা হয়েছে। মরদেহের পাশে একজনের স্যান্ডেল পাওয়া গেছে। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত চলছে।