গেল এপ্রিলে রেকর্ড ২০৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৭ কোটি ডলার। এসময় প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ।
শক্তিশালী রেমিটেন্সের উপর ভর করে রোববার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ৪৪.৯৫ বিলিয়ন ডলার। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে বিগত বছরের এপ্রিলে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল ১০৯ কোটি ৩০ লাখ ডলার। আর গেলো অর্থ বছরে ১০ মাসে রেমিটেন্স এসেছিল ১ হাজার ৪৮৬ কোটি ৮০ লাখ ডলার।
আরো পড়ুনঃইফতারের সময় আফগানিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা; নিহত ৩০
রেমিটেন্সের উপর ২ শতাংশ হারে সরকারের প্রণোদনা, প্রবাসী আয়ের কঠোর নিয়ম কানুন সহজ করে দেয়া সহ বিভিন্ন সংস্কারমূখী পদক্ষেপের ফলেই প্রবাসী আয় বেড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।