ইফতারের সময় আফগানিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা; নিহত ৩০

0
4
Car Bomb Attack in Afghanistan

আফগানিস্তানের লোঘার প্রদেশে একটি গেস্ট হাউসে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩০ জন। শুক্রবার সন্ধ্যার ঐ হামলায় আহত ১০০’র কাছাকাছি।

আরো পড়ুনঃকলেজ ছাত্রী মুনিয়ার মামলায় বিনামূল্যে লড়বেন ব্যারিস্টার সুমন

দেশটি থেকে চূড়ান্ত ভাবে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর আগ মূহুর্তে হলো ভয়াবহ এই হামলাটি। আজ থেকে আড়াই হাজার সেনা সদস্যের দল দিয়ে আফগানিস্তান থেকে সেনা সদস্য সড়িয়ে নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুনঃভারতে হাসপাতালে আগুন; প্রাণ গেল ১৮ করোনা রোগীর

প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, ইফতার চলাকালে হঠাৎই নিরাপত্তা বলয় ভেঙ্গে ভারী একটি ট্রাক ঢুকে যায় পুল-ই-আলম অতিথিশালায়। জোরালো বিস্ফোরণে মূল ভবন ছাড়াও ক্ষতিগ্রস্থ হয় চার পাশের ঘরবাড়ি। প্রশাসনের দাবি নিহতের বেশির ভাগই বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আগত শিক্ষার্থীরা। এখনো কেউ হামলার দায় স্বীকার না করলেও তালেবানের দিকে যাচ্ছে সন্দেহের তীর।

আরো পড়ুনঃহাতে-পায়ে ধরেও পেলেন না অক্সিজেন; হারালেন মাকে