যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে প্রাণ হারালো ১৬ বছরের কিশোরী | US Shooting

0
5

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যের কলম্বাসে পুলিশের গুলিতে প্রাণ হারালে ১৬ বছর বয়সের কিশোরী । বডিক্যামের ফুটেজ প্রকাশ করেছে ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন । তাতে দেখা যায় একদল তরুণের মধ্যে হাতাহাতি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিলেন দায়িত্বরত পুলিশ ।

এ সময় এক তরুণীকে হামলার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরি চালায় ম্যাকিয়াহ ব্রায়ান্ট । ১৬ বছরের কিশোরীকে থামাতে ৪ দফা গুলি ছুঁড়ে পুলিশ । ঘটনাস্থলে লুটিয়ে পরে মারা যায় ঐ কিশোরী । কলম্বাস প্রশাসন জানায় , অভিবাবকের মেয়েটি স্থানীয় শিশু তদারকি সংস্থার দায়িত্বে ছিল ।

ঘটনাটি হৃদয়বিদারক ভয়াবহ আখ্যা দিয়েছেন কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিনথার । একইসাথে পুলিশ সদস্যের ভূমিকা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহবান জানিয়েছেন ।