হেফাজতকে কোন ছাড় দেবে না আওয়ামী লীগ

0
6

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন , কোনো দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি । যারা সহিংসতায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে । দলের আরেক প্রেসিডিয়াম সদস্য বলেছেন , সহিংসতায় জড়িত হেফাজতের কাউকে ছাড় দেয়া হবে না । সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস হামলা চালায় হেফাজতে ইসলাম ।

এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও হয়েছে । সেই মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী । এমন প্রেক্ষাপটে হেফাজত ইসলাম নিয়ে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । বলেন , তাণ্ডবলীলায় যারা সরাসরি জড়িত তাদেরই গ্রেফতার করা হচ্ছে ।

আর রাজধানীতে এক অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন , হেফাজতকে ছাড় দেয়ার সুযোগ নেই । আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেয় এ আয়োজনে ।