হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করেন। মামুনুল হককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখানেই তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
কড়া নিরাপত্তায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে সিএমএম আদালতে তুলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবীও জামিন আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ডের আদেশ করে ঢাক মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত।
যদিও মামুনুল হকের আইনজীবী বলছেন তাকে হেনস্থা করতেই সুপরিকল্পিত ভাবে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে মামুনুল হককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখানেই তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
২০২০ সালে মোহাম্মদপুরের এক বাসিন্দাকে মারধর করে মসজিদ থেকে বের করে দেয়া এবং টাকা চুরির মামলায় রবিবার মোহাম্মদপুরের জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।