বিশেষ ফ্লাইট চালুর ৩য় দিনে মধ্যপ্রাচ্যের ৫ টি দেশ ছাড়াও যাচ্ছে ২০ টি ফ্লাইট

0
5

বিশেষ ফ্লাইট চালুর তৃতীয় দিনে মধ্যপ্রাচ্যের ৫ টি দেশ ছাড়াও বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ২০ টি ফ্লাইট । কাল সিঙ্গাপুর যাবে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট । সোমবার দীর্ঘ লাইনে যাত্রীদের এয়াপোর্টের ভেতরের প্রবেশ করতে দেখা যায় । একইভাবে আজ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে ঢাকা বিমানবন্দরে নামবে ১৯ টি ফ্লাইট । সব মিলিয়ে ৩৯ টি ফ্লাইট ওঠানামা করছে আজ ।

বিদেশ থেকে আগত সবাইকেই প্রাতিষ্ঠানিক কোয়ান্টোইনে নিচ্ছে এয়ারপোট কর্তৃপক্ষ । শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান , বাংলাদেশ ল্যান্ডিং পারমিশন বিষয়ে যে জটিলতা ছিলো তা নিরসন হয়েছে । এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান ,

এক সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রেক্ষিতে অভ্যন্তরিন ও আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইটও বন্ধ থাকবে কি না সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তারা ।