শ্বশুরের হামলার শিকার গৃহবধূ , হতে হলো লাশ | Tangail Murder

0
7

টাঙ্গাইলের নাগরপুরে শ্বশুরের হামলার মারা গেলেন হামিদা নামে এক গৃহবধূ । রোববার রাতে সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান হামিদা । স্থানীয়রা জানায় , দীর্ঘদিন ধরে মেঘনা গ্রামে বসবাসরত হামিদা’র সাথে পারিবারিক কলহ চলছিল শ্বশুর নবু খানের । এর জের ধরে বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে হামিদাকে দা দিয়ে আঘাত করেন নবু খান ।

গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে তিনি মারা যান ।

ঘটনার পর থেকে নবু খান পলাতক রয়েছেন ।