ভাংচুরের মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক গ্রেপ্তার , কাল নেয়া হবে আদালতে

0
6

অবশেষে গ্রেফতার হলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক । হরতাল নাশকতা আর রিসোর্ট কান্ডে দেশজুড়ে সমালোচনা আর বিতর্কের পর রোববার দুপুরে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।

সংবাদ সম্মেলনে , মামুনুল হককে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানায় পুলিশের উপকমিশনার হারুন অর রশীদ । মৌ খন্দকারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম ।

গত ২৮ মার্চের হরতালে ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রামে সরকারী অফিস , ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্ন পুড়িয়ে তান্ডব চালায় হেফাজতকর্মীরা । এই অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মামলায় হয় হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে । হেফাজতের নাশকতায় দেশ যখন তোলপাড় ।

তখন ৩ এপ্রিল গোপনেই সোনারগাঁয়ের রায়েল রিসোর্টে দ্বিতীয় স্ত্রী নিয়ে অবকাশে গেলে জনতার রোষে পড়েন মাওলানা মামুনুল হক । এ ঘটনা জন্ম দেয় বিতর্কের টক অব দ্যা কান্ট্রি । গত দুই সপ্তাহের সমালোচনা আর শঙ্কার অবসান ঘটিয়ে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে সেই মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ ।

উপ-কমিশনার হারুন আর রশীদ জানান মামুনুল হককে পুরনো আরো বেশ কয়েকটি মামলায় শোন এরেষ্ট দেখানো হবে । এরআগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতাসহ দেশব্যাপী সরকার বিরোধী নানা বক্তৃতায় আলোচনায় আসেন এই হেফাজত নেতা ।