যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন তার জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি । শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ভারতের নয়াদিল্লী থেকে বিমানে করে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ অন্যরা ।
পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন কেরিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান । ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সেখানে ছিলেন । একদিনের এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে কেরির ।
এছাড়া আগামী ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে লিডার সামিট অন ক্লাইমেটে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্ৰণ জানাবেন তিনি । কেরির সঙ্গে আলোচনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল গঠন , বাংলাদেশে গ্লোবাল সেন্টার ফর এডাপটেশনের আঞ্চলিক সহযোগিতাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে ।