প্রশাসনের মুখোশ খুলে দিলেন গৃহবন্দী জর্ডানের প্রিন্স | Jordan Prince Arrest

0
5

গৃহবন্দী করা হয়েছে জর্ডানের প্রিন্স হামজা বিন হোসেনকে । এক ভিডিও বার্তায় নিজেই দাবি করেছেন আব্দুল্লাহর সৎ ভাই সাবেক ও ক্রাউন প্রিন্স । প্রশাসনের দুর্নীতি নিয়ে সমালোচনার দায়ে এ পরিণতি বলে জানান তার আইনজীবী । তবে বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী । রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হয় ।

রাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা তার বাড়িতে গিয়েছেন বলে ও জানানো হয় ।