টানা তৃতীয় দিনের মত হেফাজতে ইসলামের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে । রোববার হরতাল চলাকালে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতকর্মীরা । চলে ধাওয়া পাল্টা – ধাওয়া । রাজশাহীতে ট্রাক টার্মিনালের ভেতর দাঁড়িয়ে থাকা দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা । সকালে কে বা কারা এই ঘটনা ঘটায় ।
চট্টগ্রামের হাটহাজারীতে হরতাল চলাকালে সড়ক অবরোধ করে রাখা হয় । সিলেটে হেফাজত ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয় । নারায়ণগঞ্জের ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সকাল থেকে মহাসড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা । বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা ।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশ , ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের সাথে হেফাজত ইসলামের নেতা কর্মীদের সংঘর্ষ হয় । বরিশালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম ।
এছাড়া হবিগঞ্জ , মৌলভীবাজার , কিশোরগঞ্জে ও ফেনীতেও হরতাল চলাকালে ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।