মোদির সফরে সই হচ্ছে ৫টি সমঝোতা স্মারক!

0
9
india-bangladesh

নরেন্দ্র মোদির আসন্ন সফরে তিস্তাসহ অমীমাংসিত সমস্যা সমাধানের আশা করছে না বাংলাদেশ। তবে দু’দেশের মধ্যে এই সফরে অন্তত পাঁচটি সমঝোতা স্মারক সই হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, সমাধান হোক বা না হোক, সব সমস্যা নিয়েই কথা বলবেন দুই নেতা।

নরেন্দ্র মোদির সফর নিয়ে চলছে নানা কৌতুহল, পক্ষে-বিপক্ষে আলোচনা। এই সফরে সই হতে পারে কমপক্ষে পাঁচটি সমঝোতা স্মারক। আপাতত তিস্তা নিয়ে যে কিছু হচ্ছে না সেটিও নিশ্চিত করেছে ঢাকা ও দিল্লী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরের মূল প্রতিপাদ্য হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যৌথভাবে উদযাপন করা।

পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে চলছে নির্বাচন। অনেকের আশঙ্কা সফরের নেপথ্যে থাকতে পারে মোদির রাজনৈতিক এজেন্ডাও।

তবে শীর্ষ দুই নেতার বৈঠকে তিস্তা সহ অমীমাংসীত সব ইস্যুই আলোচিত হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।