পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতলেন প্রধানমন্ত্রী ইমরান খান । শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন । জানায় , মাত্র ৬ ভোটে জিতে প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখলেন ইমরান খান । আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল ১৭২ ভোট । তবে তার ঝুলিতে পড়েছে মোট ১৭৮ টি ভোট ।
এর মধ্য দিয়ে নিজের গদি ধরে রাখতে সক্ষম হলেন বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার ।
তবে আস্থা ভোটের এই ফলাফল বর্জন করেছে বিরোধীদলগুলো । সম্প্রতি তার সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে হেরে যাওয়ার পর সেচ্ছায় সংসদে আস্থা ভোটের আয়োজন করেন ইমরান খান ।