যুক্তরাষ্ট্রে অস্ত্রের দোকানে গুলাগুলি; নিহত ২

0
4
যুক্তরাষ্ট্র অস্ত্রের দোকান

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বন্দুকধারীর এলোপাতাড়ি গোলাগুলিতে নিহত কমপক্ষে দু’জন। পাল্টা অভিযানে প্রাণ হারায় আততায়ী-ও।

পুলিশ জানিয়েছে স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটা নাগাদ হয় এই গুলাগুলি। জেফারসন এলাকায় অস্ত্রের দোকানে ক্রেতা সেজে আসেন হামলাকারী। হঠাৎই সেখানে শুরু করেন গুলাগুলি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের দুই সদস্য। দোকানের ভিতরে ও বাইরে গুলিবিদ্ধ হন অনেকেই।

নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘেরাও করে দিয়েছে পুলিশ। ঘটনার মোটিভ শনাক্তে চলছে তদন্ত। আততায়ীর নাম-পরিচয় প্রকাশ না করা হলেও মানসিক অবসাদ থেকেই হামলা চালানো হয়েছিল এমন বিবৃতি দিয়েছে পুলিশ।