সৌদি আরবে হত্যায় দোষী কাউকে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত | Saudi Arabia

0
6
{"subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1613407193651","source":"other","origin":"gallery","source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1613407250927"}

সৌদি আরবে কোনও বাংলাদেশিকে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবারের মতো একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত । সোমবার আদালতের রায়ে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগমকে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সৌদি গৃহকত্রীকে মৃত্যুদণ্ড এবং গৃহকর্তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে । বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদের শ্রম কল্যাণ উইংয়ের বরাতে গণমাধ্যম এখবর জানিয়েছে  ।

খুলনার পাইকগাছার বাসিন্দা আবিরন বেগম স্থানীয় এক দালালের সহযোগিতায় ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ২০১৭ সালে সৌদি আরবে যান এবং গৃহকর্মী হিসেবে কাজ করতেন ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী মামলার রায় ঘোষণার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।