ঘনিষ্ঠ সম্পর্কের পর পরকীয়ার প্রেমিককে ৫ টুকরা করেন শাহানাজ

0
3

রাজধানীর ওয়ারীতে বৃহস্পতিবার এক ব্যক্তির পাঁচ টুকরা করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত ব্যক্তি সায়দাবাদ বাস কাউন্টারে , চাকরি করতেন । ওয়ারী থানা পুলিশ জানায় , দুপুরে খবর পেয়ে , নিহত সজীব হাসানের বাসায় গিয়ে , তার মরদেহ উদ্ধার করা হয় ।

সেখান থেকে শাহনাজ নামের এক মহিলাকে আটক করা হয় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে , শাহনাজের সাথে পরক্রিয়ার সম্পর্ক ছিলো , সজীব হাসানের । গেল দুইদিন ধরে শাহনাজ সজীবের বাসায় ছিলো ।

বৃহস্পতিবার সকালে বিরোধের জেরে তাকে খুন করে শাহনাজ । তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।