গেল ৫ মাসে ৩১ বার করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ভারতের রাজস্থানের সারদা নামের এক নারী । সম্প্রতি এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম জি নিউজ । খবরে বলা হয় , গেল বছর ২৮ আগষ্ট সারদার প্রথমবার কোভিড পরীক্ষা করা হয় ।
তার রিপোর্ট পজেটিভ আসে । পরে তাকে ভর্তি করা হয় রাজস্থানের আরবিএম হাসপাতালে । পরবর্তীতে তাকে আশ্রমের কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয় ।
আপনা ঘর আশ্রমের প্রতিষ্ঠাতা ডা . বি এম ভরদ্বাজ জানান , হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে মোট ৩১ বার সারদার করোনা পরীক্ষা হয়েছে । প্রতিটি টেস্টেই করোনা পজিটিভ এসেছে ।
তবুও বেশ ভালোই রয়েছেন তিনি । কোনো গুরুতর সমস্যা বর্তমানে নেই সারদার । ভরতপুরে এই মুহূর্তে সারদা ছাড়া কোনো করোনা রোগী নেই ।