ফেনীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইট লুটের অভিযোগ!

0
7
ছাত্রলীগ নেতা শামীম

ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদারের দৌরাত্ম থামছেই না। দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়ালেও প্রতিবাদ করছেন না ভোক্তভোগীরা।

অবশেষে গত বৃহস্পতিবার সকালে ফুলগাজীর বৈরাগপুর গ্রামে এসএ ব্রিকস এ গিয়ে সন্তাসী কায়দায় ব্রিক ফিল্ডের মালিক ও শ্রমিককে জিম্মি করে জোরপূর্বক ইট নিয়ে যাওয়ার চেষ্টা করলে রোষানলে পড়েন। পুলিশ ইট সহ তিনটি ট্রাক জব্দ করে।

বাধা দিতে গিয়ে মালিক শাহজাহান কবির সেলিম ও মিনহাজ উদীনকে মারধোর করে।

এর আগেও শামীম মজুমদারের বিরুদ্ধে দলে শিবির কর্মীদের পদ অভিযোগ করেছিল ছাত্রলীগের কর্মীরা। ইট লুটে নেয়ার ঘটনায় আশ্বাস দিয়েছে প্রশাসন।