নেতৃত্বে দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতিই বিএনপি’কে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারই বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছে। এটা তাদের রাজনৈতিক অস্তিত্বকেই দুর্বল করে তুলছে।
পৌরসভা নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় পেয়েছে তাদের ভবিষ্যতে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে আর বিবেচনায় আনা হবে না। পরবর্তী ধাপের নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।
আরো পড়ুনঃ দুই মেয়েকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যা | Sirajganj