গভীর রাতে আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক-প্রেমিকা

0
4
{"source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1610747946613","subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1610747946590","source":"editor","origin":"gallery"}

‏জামালপুরে গভীর রাতে ভালোবাসার মানুষের সাথে দেখা করতে গিয়ে এলাকাবাসীর কাছে  আপত্তিকর অবস্থায় ধরা পড়েন প্রেমিক-প্রেমিকা । রোববার (২৯ নভেম্বর) আনুমানিক রাত ২ টার দিকে মেলান্দহ উপজেলায় ঘোষেরপাড়ার ইউপির বংশী বেলতৈল এলাকার মধ্যে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যেখানে। একাদশ শ্রেণির ছাত্রী প্রেমিকা আর অপরদিকে প্রেমিক  হলেন হাজরাবাড়ীর অনার্স কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র যার নাম দেলোয়ার হোসেন রনি।

স্থানীয় সূত্রে কথা বললে জানা যায়, ঐ মেয়েটির সাথে সেই প্রেমিক যার নাম রনির , তার সাথে ঐ মেয়ের আনুমানিক ৪ বছর যাবত ভালোবাসার সম্পর্ক চলছিলো । রোববার রাত প্রায় ২ ঘটিকার সময় রনি তার প্রেমিকার বাড়ির কাছেই একটি বাগানে অবস্থান করে তার ভালবাসার মানুষের সাথে দেখা করতে । পরে এলাকাবাসীরা টের পেয়ে প্রেমিক-প্রেমিকা উভয়কেই আপত্তিকর অবস্থায় ধরে ফেলে । পরে ঘটনাটি স্বাভাবিক করতে রনির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে পরে ঘটনাস্থল থেকে মেয়ের আত্মীয় এর বাড়ি থেকে রনিকে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া হয় ।

এ ঘটনায় রনির প্রেমিকা জানায়, তার সঙ্গে রনির প্রায় ৪ বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল । প্রত্যেকদিনের মতোই ঐ দিন রাতে ও তাদের মধ্যে ফোনে কথা হয় তাদের মধ্যে ।ঐদিনই রাতে কথা বলে এক পর্যায়ে দেখা করতে চাইলে প্রেমিক রনি তার ভালোবাসার মানুষের টানে প্রেমিকার বাড়ির কাছে বাগানে প্রেমিকার সঙ্গে দেখা করতে চলে আসে । দেখা করতে গেলে এমন সময়ে পাশের বাড়ির গরুর খামারের মালিক মিয়ন ও তার সঙ্গে অবস্থান করা  কয়েকজন তাদের অস্বাভাবিক অবস্থায় আমাদের ধরে ফেলে।

মেয়েটির বাবা জহুরুল ইসলাম জানান, তাদের আটক করার পর দু’জনকে ধরে আমার বাড়িতেই নিয়ে আসা হয় । পরে প্রেমিক রনির বাবাকে খবর দিলে তার পরিবারের লোকজন আমার বাড়িতে আসেন। রনির বাবা ফজলু মিয়া জানতে পেয়ে বিয়ের কথা বলে তাদেরকে ঘোষেরপাড়ার বাংলাবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তাদের বিয়ের প্রস্তুতি গ্রহণ করা হয় । এ সময় আত্মীয় এর  বাড়ি হতে সুযোগ বুঝে কলি পালিয়ে যায়। আমার মেয়ে এখন রনির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করেছে ।

গরু খামারি মিয়ন বলেন, আমি রাতে গরু পাহারা দেই। গভীর রাতে প্রায় ২’টার দিকে মানুষের সাড়া শব্দ পেয়ে বাহিরে বের হই। জহুরুল ইসলাম এর বাগানের দিকে তাকালে দেখতে পাই তাদের দু’জনকেই । বাড়ির আরো মানুষরা মিলে আমরা ওদের ধরতে সক্ষম হই ।

এ বিষয়ে রনির মার সাথে কথা বলতে চাইলে তিনি বলেন , আমার ছেলে রনি সারাদিনই ইউটিউব ভিডিও নিয়ে ব্যস্ত থাকে।অন্যদিকে আমাদের ঘরের ও কাজ চলতেছে । তাই রনির জন্য বেলতৈল বাজারে একটি রুমের ব্যবস্থা করা হয় । আমার ছেলে এ কাজ করবে বলে আমার মনে হয় না। এর পিছনে নিশ্চিত কারো ষড়যন্ত্র আছে।

ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান এ বিষয়ে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ছেলের পক্ষের সঙ্গে মীমাংসা করা হয়নি। তাছাড়া আমার আর কি করণীয়। তারা এখন আইনের আশ্রয় নিতে চাইলে নিতে পারেন।

মেলান্দহ থানার ওসি  জনাব এমএম ময়নুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় আমরা এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ পাই নি । অভিযোগ পেলে অবশ্যই আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করবো ।