হলে ডেকে নিয়ে জুনিয়রদের রাতভর নির্যাতন; ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

0
6
খুবি

জুনিয়র শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষকদের সাথে অসদাচরণের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদন্ড দিয়েছে কর্তৃপক্ষ। এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক এবং শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব শরীফ হাসান লিমন।

শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলো রাজা বিধান, ইমামুল,মিনহাজুর, নিরব এবং নুমান। এছাড়াও ইংরেজি ডিসিপ্লিনের ফাহাদ রহমানকে মুচলেকা সহ ১০ হাজার টাকা জরিমানা করেছে তদন্ত কমিটি।

গেল বছর বিশ্ব বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইংরেজি ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে সারারাত শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনের সময় দুই শিক্ষকের সাথে শিক্ষার্থীর অসদাচরণের অভিযোগের সত্যতা পায় কমিটি।


আরো পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থীকে জুতাপেটা করলো আওয়ামীলীগ সমর্থক