চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) জেএমএস ও ম্যারিমো নামের দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জনুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে বেশির ভাগ শ্রমিক জেএমএস কোম্পানির। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ সময় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত শ্রমিকরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য দুই কারখানার শ্রমিকরা অনেকদিন ধরেই আন্দোলন করছিল। এর মধ্যে জেএমএস কোম্পানি তাদের শ্রমিকদের দাবি মেনে নিলেও শনিবার সকাল থেকে তারা কাজে যোগ দেয়। এ সময় ম্যারিমো কোম্পানির একদল শ্রমিক জেএমএস কারখানায় ঢুকে ভাঙচুরসহ কর্মরত শ্রমিকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। ঘটনার পরপর আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
সংঘর্ষের ঘটনা একতরফা ছিল বলে জানায় পুলিশ ও আহতরা। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে কারখানা দুটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্পপুলিশ চট্টগ্রামের বন্দর জোনের পরিদর্শক গোলাম নবী জাগো নিউজকে বলেন, শ্রমিক অসন্তোষ নিয়ে দুই কারখানার শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এমডিআইএইচ/এমআরএম/জেআইএম