পুলিশ হবে নিরপেক্ষ, কোনো রাজনৈতিক দলের হবে না

0
1


খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বৃহস্পতিবার বিকেলে নগরীর রুপসাঘাট এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশের ভাবমূর্তি উত্তরণের চেষ্টা করে যাচ্ছি। সেজন্য আমরা মিলনায়তনে বা সেমিনারে বসে মিটিং না করে আজ আপনাদের সঙ্গে কথা বলার জন্য এবং কথা শোনার জন্য এসেছি। কারণ মিলনায়তন বা সেমিনারে মধ্যে মিটিং করলে সেই মিটিংয়ের বিষয়বস্তু বাইরের কেউ জানতে পারেন না।

কেএমপি কমিশনার বলেন, পুলিশ পেশাগত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। সাহসী ভূমিকা থাকবে। মাদক সন্ত্রাসের বিষয়ে কোনো নাগরিক তথ্য প্রদান করলে তথ্যদাতার নিরাপত্তার জন্য তার পরিচয় গোপন রাখতে হবে। পুলিশ মানুষের প্রতি কেয়ারিং অ্যাটিটিউড দেখাবে। মানবিক আচরণ করবে। অভদ্র আচরণ করবে না। পুলিশ ঘুস খাবে না, বেতনের মধ্য থেকে সততার সঙ্গে জীবন-যাপন করবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। একইভাবে জনগণের প্রতিও পুলিশের কিছু প্রত্যাশা আছে। পুলিশ ও জনগণ পরস্পরকে সহযোগিতা করবে। ভিন্নমত ধর্মের প্রতি সহনশীল হতে হবে। নাগরিক হিসেবে বিশেষ কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন তথ্য দেওয়া, আইন মেনে চলা, পারস্পরিক সহমর্মিতা।

মো. আরিফুর রহমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।