জনকল্যাণমুখী ও গতিশীল প্রশাসন ব্যবস্থা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের তরুণ কর্মকর্তাদের নিয়ে ‘ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে ৩০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৩৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম (জয়)।
রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্টেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান খোকন এ কমিটি অনুমোদন করেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এপিডি অনুবিভাগ) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী (৩১ ব্যাচ), কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া (৩৩ ব্যাচ), সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বকর সরকার (৩৫ ব্যাচ), আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন (৩৬ ব্যাচ), কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন (৩৭ ব্যাচ), গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান (৩৮ ব্যাচ), মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ (৪০ ব্যাচ), বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আদনান জুলফিকার (৪১ ব্যাচ)।
এ ফোরামের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা।
এএএইচ/বিএ