বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩ জন রিমান্ডে

0
2


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম (২২) নিহতের ঘটনায় গ্রেফতার ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তাদের।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া ওই তিনজন হলেন, মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মো. মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। তাদের মধ্যে মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেটকারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, সকালে নিহত মুহতাসিমের সহপাঠী বুয়েট শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

১৯ ডিসেম্বর রাতে পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এ ঘটনায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম ঘটনাস্থলেই মারা যান। অমিত সাহা ও মেহেদী হাসান নামে আরও দুইজন গুরুতর আহত হন।

আরও পড়ুন:

নিহত মুহতাসিম ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে। আহত অমিত ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে এবং মেহেদী কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে। ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, ডোপ টেস্টে ২ জনের পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে প্রাইভেটকার চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা বলেন, পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তারা মাদক সেবন করে বেপোরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান। পুলিশসহ আরও কয়েকজন আহত হন। মাদক সেবন করে বেপোরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন প্রাইভেটকার চালক।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা মাসুদ বাদী হয়ে সড়ক আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দায়ের করে। সেই মাদক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।