শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করবে। আবেদন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা এবং একই দিন বিকেল আড়াইটায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
নাঈম আহমদ শুভ/কেএএ