দুর্ঘটনায় নিহত বাবাকে খুঁজছে অবুঝ শিশু রাইসা | Accident

0
9

রাজধানী উত্তরার জসিম উদ্দীন এলাকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামের পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায় মোটর সাইকেল চালিয়ে গুলশান থেকে উত্তরা যাওয়ার পথে অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কামরুলের একমাত্র মেয়ে রাইসা। অবুঝ শিশু রাইসার দু চোখ খুঁজে ফিরছে বাবাকে। কিন্তু সে জানে না বাবার স্নেহের পরশ আর মিলবে না কখনোই।

মধ্যরাতে এসআই কামরুল ইসলামের নিথর দেহ যখন আনা হয় ঢাকা মেডিকেলে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে চারপাশ।

দাপ্তরিক কাজে মোটর সাইকেল দিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন গুলশান থানায় কর্মরত এসআই কামরুল ইসলাভ। পুলিশ জানায়, বুধবার রাত ১১ টার দিকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কামরুলের।

গাড়ির পরিচয় জানতে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

নিহত এসআই কামরুল ইসলাম শাহজাদপুর বিটের ইনচার্জ ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। ঢাকায় স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে বসবাস ছিল তার।