পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে

0
2


শীতের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। প্রতিদিন কমছে দিন ও রাতের তাপমাত্রা। তিন দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা-১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক।

রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরে দিনের তাপমাত্রাও কমছে।

শনিবার দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

উপজেলা সদরের মালাদাম এলাকার আমিনুর রহমান বলেন, সকালে ভ্যানে রোগী নিয়ে এসেছি। কুয়াশার জন্য ঠিকমতো দেখা যায় না। বাতাসের জন্য খুব ঠান্ডা করছে। আমাদের সকালেই বের হতে হয়। ঠান্ডার সময় আমাদের অনেক কষ্ট হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

সফিকুল আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।