পল্টনে অবস্থিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনটি ৬ তলা থেকে ১০ তলায় উন্নীত করা হবে। শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সভার পর বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শামছ এ খান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘বিওএ’র ৬ তলা ভবনটি ১০ তলায় উন্নীতকরণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা যাচাইয়ের পর প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।’
সভায় ২০২৪-২৫ অর্থ বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বাংলাদেশ গেমস আয়োজনের জন্য ৫৮.৩০ কোটি টাকার এবং বিওএ’র সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১৫ কোটি টাকা বাজেট অনুমোদিত হয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও উন্নত প্রশিক্ষণ সম্বলিত একটি অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি নকশা উপস্থাপন করা হয়েছে সভায়।
আরআই/আইএইচএস/