বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১

0
1


বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি বরগুনা সদরের বাসিন্দা ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।

বরিশাল নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, বিকেলে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে একটি যন্ত্র চালিত নৌযানের সঙ্গে সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে।

শাওন খান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।