হজ ও ওমরাহ পালনে গিয়ে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি | Hajj & Umrah

0
5
Hajj & Umrah

মহাম্রারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে পবিত্র মক্কা নগরীতে সারা বিশ্বের মুসলিমদের জন্য হজ ও ওমরাহ পালন বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার।

সারা বিশ্বের মুসলমানদের জন্য মক্কার দরজা পুনরায় খুলে দেওয়ার পর এখন পর্যন্ত ৫০ লাখ হাজি এবং মুসল্লি মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছেন। হজ ও ওমরাহ করতে এসে এখন পর্যন্ত কোনো মুসল্লি করোনা ভাইরাসে আক্রান্ত হননি।

এ তথ্য প্রকাশ করেছে সৌদি আরবের গালফ বিজনেস। সংবাদমাধ্যমটি সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেন্তেনের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত হয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) থেকে।

গাল বিজনেসে বলা হয়, বুধবার মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বেন্তেন।  বৈঠকে প্রিন্স খালেদকে হজ যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত কর্মসূচিসহ হজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানান বেনতেন।