যুবদল নেতার গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

0
1


চট্টগ্রামের মিরসরাইয়ে সভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এসময় জামায়াত নেতারা পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের গ্রেফতারের দাবি জানান। তারা দাবি করেন, কামরুল হাসানের নেতৃত্বে তাদের সভায় হামলা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনফুল সুইটসের সামনে গিয়ে সমাবেশ করে। এসময় তারা কামরুল হাসানের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবীর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।