বিশিষ্ট শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এম এ হাশেমের সন্তান শওকত আজিজ জানান করোনা ভাইরাসে আক্রান্ত হলে ১১ ডিসেম্বর তারা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ই ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে গেলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।
তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার। ব্যবসার পাশাপাশি ২০০১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম এ হাশেম।