একের পর এক বলিউড তারকাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কৃষ্ণসার হরিণ হত্যার কারণে লরেন্স বিষ্ণোই দলের কাছ থেকে প্রায়ই সালমান খানের কাছে প্রাণনাশের হুমকি আসছে। এবার শোনা যাচ্ছে পাঞ্জাবি গায়ক ও ব্যাপার বাদশার পানশালার বাইরে বোমা বিস্ফোরণ ঘটেছে।
আজ (২৬ নভেম্বর) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাইকে চড়ে বোমা ছুড়ে পালাতে দেখেছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
VIDEO | Punjab: An explosion occurred outside De’orra Club in Chandigarh late last night. Police investigation underway. More details are awaited.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/uSyPAp0YOc
— Press Trust of India (@PTI_News) November 26, 2024
বাদশার পানশালাটি পাঞ্জাবের সেক্টর ২৬ থানার বিপরীতে অবস্থিত। প্রশাসনের নাকের ডগায় এত বড় ঘটনা ঘটায় নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউডে। জানা গেছে, বিস্ফোরণের কারণে পানশালায় কয়েকটি কাচ ভেঙে গিয়েছে। এর কাছের একটি ক্লাবও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ঘরে তৈরি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। চণ্ডীগড় থানার পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএমএফ/এএসএম