৪৩ চার ২৪ ছক্কা, ১৫২ বলে অপরাজিত ৪১৯ রান!

0
0


৪৩টি চার, ২৪টি ছক্কা। ১৫২ বলে অপরাজিত ৪১৯ রান! ভারতের আন্তঃস্কুল টুর্নামেন্ট হ্যারিস শিল্ডে এমনই অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন আয়ুষ শিন্ডে।

শুধু তাই নয়। আয়ুষ এমন বিস্ফোরক ব্যাটিং করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের দুর্দান্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। আয়ুষের স্মরণীয় ইনিংসে ভর করে তার দল ৬৪৮ রান করে এবং শেষ পর্যন্ত পায় ৪৬৮ রানের বিশাল জয়।

জেনারেল এডুকেশন অ্যাকাডেমির হয়ে খেলার সময় আয়ুষ শিন্ডে এমন ইনিংস খেলেছেন। এই টুর্নামেন্টেই ১৬ বছর বয়সে শচিন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি ৬৬৪ রানের রেকর্ড জুটি গড়েছিলেন।

সেই সময়ে শচিন ৩২৬ রানের ইনিংস খেলেছিলেন। আর কাম্বলি ৩৪৯ রান করেছিলেন। দুজনকেই পেছনে ফেলে দিয়েছেন আয়ুষ।

২০০৯ সালে ১২ বছর বয়সে সরফরাজ খান ৪৩৯ রানের ইনিংস খেলেছিলেন। এর পরে জায়গা করে নিয়েছে আয়ুসের ইনিংসটি।

এর আগে ২০১৩ সালে, ১৪ বছর বয়সী পৃথ্বী শ হ্যারিস শিল্ডের এক ইনিংসে সর্বোচ্চ ৫৪৬ রান করার কীর্তি অর্জন করেছিলেন।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।