চাঁদপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

0
3


চাঁদপুরের হাজীগঞ্জে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল।

তবে আটকদের নাম পরিচয় প্রকাশ করেননি হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

থানা পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠন কার্যক্রম শুরু করেছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের কাছে মাদক পাওয়া গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত না থাকলে তাদের অভিভাবক ডেকে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।