বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি এখন যুক্তরাষ্ট্রে

0
3


গত ৫ আগস্টে পটপরিবর্তনের সঙ্গে নানা পরিবর্তন এসেছে। এর সঙ্গে সঙ্গে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। গত জুলাই মাসের পর থেকে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে ভারতকে পেছনে ফেলে শীর্ষ দেশে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের আগে দেশের ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হতো প্রতিবেশি দেশটিতে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, মূলত ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ভারত। এতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় দেশটিতে। আবার জরুরি চিকিৎসা বাদে ভ্রমণ বা অন্যান্য ভিসা প্রদান সীমিত করে দিয়েছে ভারত। এতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে গেছে।

দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন প্রায় ৭৭ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫১ কোটি টাকা। যা তার আগের মাস আগস্টেও ভারতে ক্রেডিট কার্ডে একই পরিমাণ অর্থ খরচ করেছিলেন বাংলাদেশিরা। তবে জুলাই আন্দোলনের আগে গত জুনে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ভারতে সর্বোচ্চ ৯২ কোটি টাকা খরচ করেছিলেন। সেই হিসাবে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার প্রায় অর্ধেক কমে গেছে।

তথ্য বলছে, বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার ১৮ শতাংশ খরচ হয় যুক্তরাষ্ট্রে। গত সেপ্টেম্বরে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে খরচ করা হয় প্রায় ৪২১ কোটি টাকা। তার আগের মাস আগস্টে এর পরিমাণ ছিল ৩৭৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৪৮ কোটি টাকা বা প্রায় ১৩ শতাংশ। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ যে পরিমাণ বেড়েছে, তার বড় অংশ খরচ হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে। থাইল্যান্ডে গত আগস্টে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৩৩ কোটি টাকা, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি টাকা।

এক মাসের ব্যবধানে থাইল্যান্ডে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৯ কোটি টাকা বা ২৭ শতাংশ। একই সময়ে মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে এক মাসের ব্যবধানে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৫ কোটি টাকা করে। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। সেপ্টেম্বর মাসে ডিপার্টমেন্ট স্টোরে খরচের পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা। বিদেশের ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। সেপ্টেম্বর মাসে এখানে বাংলাদেশিরা খরচ করেছেন ৭৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরে সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৬৬৮ কোটি টাকা। যা তার আগের মাস আগস্টে ছিল ২ হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসাবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩৩৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৪০ শতাংশ।

ইএআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।