আরিচা-কাজিরহাট নৌরুটে পুনরায় ফেরি চলাচল বন্ধ

0
1


৪৫ ঘণ্টা পর আরিচা থেকে কাজিরহাটে ছেড়ে যাওয়া শাহ-আলী ফেরিটি যমুনার ডুবোচরের আটকে গেছে। এর ফলে উভয় ঘাটের তিনটি ফেরি চ্যানেলে আটকে রয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাব্যতা সংকট কাটিয়ে দীর্ঘ ৪৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হলেও এক ঘণ্টার মাথায় আটকে যায় ফেরি শাহ-আলী। এর আগে বিকেল ৩টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এপার থেকে ছেড়ে যাওয়া শাহ-আলী ফেরিটি যমুনার ডুবোচরে আটকে চ্যানেল বন্ধ হয়ে যায়।

ফলে আরিচা থেকে ছেড়ে যাওয়া দ্বিতীয় ফেরি খানজাহান আলী এবং কাজিরহাট থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি ফেরিটিও আটকে আছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিগুলোকে তীরে নেওয়ার চেষ্টা চলছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।