রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া

0
2


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া। সরকার সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। এ মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপদ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে সরকারি কর্মকর্তা, সুধী সমাজ, ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। সবাই চায় দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক। কিন্তু এটি বাজারে কিনতে পাওয়া যায় না। রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি একদিনে সম্ভব নয়। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতিও হয়েছে। দ্রুত সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে।

এর আগে সকালে বেনাপোলের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করেন তিনি। এসময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এসময় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ, শার্শা উপজেলার নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।