রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
1


রাজধানীর কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকার একটি বাসায় রিমা আক্তার লিপি (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কামরাঙ্গীরচর থানা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, গতরাত সাড়ে ১১টার দিকে পশ্চিম রসুলপুর চার মসজিদের পাশে ৩নং গলির ষষ্ঠতলার একটি বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের আত্মীয়-স্বজনের মুখে জানতে পারি পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের বোন নুরনাহার বলেন, আমার বোনের স্বামী মামুনের সঙ্গে তার পারিবারিক সমস্যা হয়। সমস্যা বেশ কিছুদিন ধরেই চলছিল। এই কারণে মামুন আমার বোনের থেকে আলাদা থাকতেন। মামুন শনির আখড়া এলাকায় থাকেন।

কাজী আল-আমিন/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।